ভাটির গায়ক আব্বাস উদ্দিন

স্বপ্ন সাঁকো রিপোর্ট:

আব্বাস উদ্দীন (১৯০১-১৯৫৯) বাংলার লোকগানের এক ধ্রুপদী সঙ্গীত ব্যক্তিত্ব। সঙ্গীতাঙ্গনে তথা আধুনিক কাব্যগীতি, দেশাত্মবাধেক গান, ইসলামী গান, ভাওয়াইয়া সঙ্গীত এবং পল্লীগীতিতে এই শিল্পীর অবদান তুলনারহিত। বিশেষ করে লাকেগানের অন্যতম ধারা ভাওয়াইয়া সঙ্গীতকে নাগরিক মনে জনপ্রিয় করে তালোর পেছনে তাঁর কৃতিত্ব অসামান্য। তারেষা, ধরলা, দুধকুমার, তিস্তা, কালজানি বিধৌত উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যকে ভাওয়াইয়া
সঙ্গীতের অন্যতম অনুষঙ্গ করে মৈষাল-মাহুত-গাড়িয়ালের মাধ্যমে বিরহী নারীর আকুতি, মন-মনন, চিন্তা-চেতনাকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। শিল্পী এ কাজ অত্যন্ত দক্ষতার সাথে করতে সক্ষম হয়েছেন কারণ, তাঁর এই সাংস্কৃতিক পরিম-লে জন্ম এবং বেড়ে ওঠা।
আব্বাসউদ্দীনের জন্ম কোচবিহার জেলার তুফানগঞ্জের বলরামপুর গ্রামের এক নৈসর্গিক পল্লীতে। একদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, অন্যদিকে কালজানি নদী। এমন প্রাকৃতিক পরিবেশে কৃষক-শিল্পীর উদাস করা কণ্ঠে ভাওয়াইয়ার সুর দিনরাত অনুরণিত হতা।ে
ভাওয়াইয়া যেনাে ছিল কর্মজীবী মানুষের প্রধান কর্মসঙ্গীত। হালুয়া হাল বাইতে বাইতে কিংবা কৃষক ক্ষেত নিড়াতে নিড়াতে তাদের ভরাট কণ্ঠে ধ্বনিত হতাে ভাওয়াইয়া গান-
ক’ ভাবী মারে বঁধূয়া কেমন আছে রে?
তারে বধূয়া আছে রে ভালাে
দিন কতক কন্যার জ্বর গেইছে রে
ও কি কন্যা চায়া পাঠাইছে জিয়া মাগুর মাছ রে।
তাঁর চিন্তা-চেতনায়, মন-মননে ভাওয়াইয়া গান আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। বিশেষ করে শ্রমজীবী মানুষদের কণ্ঠে গীত ভাওয়াইয়া গানের সুর তাঁর সমস্ত সত্তাকে যেনাে আলািেড়ত করতা।ে এ প্রসঙ্গে তিনি নিজেই বলেন, সেই সব গানের সুরেই আমার মনের নীড়ে বাসা বেঁধেছিল ভাওয়াইয়া গানের পাখি। এখান থেকেই মূলত আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গানের হাতেখড়ি। তিনি কোন সঙ্গীত গুরুর কাছে নয়, রং গানের শিক্ষা নিয়েছেন প্রকৃতির সহজ-সরল সুর-পাঠ থেকে। ভাওয়াইয়া সঙ্গীতে ঝুঁকে পড়ার আরেকটি ঘটনা তিনি উল্লেখ করেছেন এভাবে-
‘বাড়ি থেকে দু’মাইল দূরে ঝাপই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছি। … অকস্মাৎ বাঁশির মত মিষ্টি কণ্ঠ কানে এল। অমন অপূর্ব মধুময় কণ্ঠ আমার জীবনে আর শুনি নি।… স্বর ক্রমশঃ নিকটবর্তী। তারপর দেখি মহিষের পিঠে মহিষের মত বা তার চাইতেও কালাে একটি ছেলে গাইতে গাইতে মহিষটাকে পানি খাওয়াবার জন্য নদীতে নামিয়ে দিয়েছে। হঠাৎ আমাকে দেখতে পেয়ে গান তার বন্ধ হয়ে গেল। কাছে গিয়ে কত অনুনয় করলাম- সিগারেট দিতে চাইলাম- আর কিছুতেই তাকে রাজী করতে পারলাম না। জীবনে অমন কণ্ঠ আর শুনি নি। আব্বাসউদ্দীন আহমদ, আমার শিল্পী জীবনের কথা, ১৯৬৫) মৈষালের এই গানই তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। এবং এখান থেকেই তিনি আরাে বেশি ভাওয়াইয়া গানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। কালক্রমে তিনি হয়ে ওঠেন ভাওয়াইর সম্রাট। দেশের সীমানা পেরিয়ে বিশ্বে ভাওয়াইয়া সঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে সক্ষম হন। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে ভাওয়াইয়া আজ ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে। লাকেসংস্কৃতির অঙ্গনে ভাওয়াইয়া সঙ্গীত যতদিন টিকে থাকবে ততদিন ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
বুধবার (৩০ ডিসেম্বর) মহান এই প্রবাদপুরুষ সঙ্গীত শিল্পীর ৬১তম প্রয়াণ দিবস। এই দিনে ভাওয়াইয়া মাদেী, সঙ্গীত শিল্পী, অনুরাগী, গবেষক সকলেই বিনম্র শ্রদ্ধায় মহান এই শিল্পীর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। লাকেসংস্কৃতির অন্যতম আঙ্গিক লাকেগানে চিরভাস্বর হয়ে থাকবেন ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    প্রাথমিক শিক্ষা ভাবনা- পর্ব: ১ —মো. রেজাউল করিম সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬ টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৩৪ লাখ ৮৪…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক