নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের মানবিক সহযোগিতায় বয়স্ক ভাতার টাকা ফিরিয়ে এনে তুলে দেওয়া হয়েছে বিধবা নারী বেগমের হাতে। বেগম নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড পূর্ব ব্রহ্মপুর গ্রামের মৃত জলিল উদ্দিনের স্ত্রী। নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, বয়স্ক ভাতার টাকা যথাসময়ে বেগমের নিজ বিকাশ নম্বরে না আসায় গত ৮/৮/২১ ইং তারিখে টাকা ফেরত পাওয়ার জন্য নলডাঙ্গা থানায় অভিযোগ করেন। অভিযোগটি খতিয়ে দেখে টাকা উদ্ধারের জন্য এএসআই আজগর আলী কে দ্বায়ীত্ব দিলে, এসআই মোশাররফ ও এএসআই আজগর মিলে বিকাশ এজেন্ট ঢাকা অফিসের সহযোগিতা নিয়ে ব্রাহ্মবাড়িয়ার নবীনগর থেকে বয়স্ক ভাতার টাকা উদ্ধার করা হয়। পরে ২৪/৮/২১ ইং তারিখে বয়স্ক ভাতার ৪৫০০ টাকা বেগমের হাতে তুলে দেওয়া হয়।
বয়স্ক ভাতার টাকা ফেরত পেয়ে বেগম বলেন, পুলিশের একান্ত সহযোগিতায় টাকা ফেরত পেয়ে আমি খুব খুশি। বয়স্ক ভাতার টাকা পেতে এমন সমস্যার ব্যপারে নলডাঙ্গা সমাজ সেবা অফিসের মানিক রয় বলেন, মোবাইল নম্বরের একটি করে সংখ্যার ভূলে অনেকের টাকা অন্য জায়গায় অন্য লোকের কাছে চলে যাচ্ছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সর্বোচ্চ চেষ্টা ও মানবিক দ্বায়বদ্ধতা থেকেই আমরা এই টাকা উদ্ধার করতে পেরেছি। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোন সমস্যা সমাধানে নলডাঙ্গা থানা পুলিশ সকলের পাশে থাকবে।