নিজস্ব প্রতিনিধি(বড়াইগ্রাম) : বড়াইগ্রাম উপজেলা(রাজ্জাক মোড়) অটো ইজি বাইক মালিক সমিতি ও বড়াইগ্রাম পৌর যুবলীগ এর একাংশের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও হতদরিদ্র চালক এবং সাধারণ জনগের মধ্যে ১০ কেজি চাউল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাউল, ৫০০ মি.লি গ্রাম সয়াবিন তেল ও ১টি সাবান সহ তৈরী একটি করে প্যাকট ত্রান হিসেবে দেয়া হয়।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে রাজ্জাক মোড় ইজিবাইক সমিতির স্থানীয় অফিস প্রাঙ্গনে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের সভাপতি আঃ রেজ্জাক প্রাং, অটো ইজি বাইক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর যুবলীগের একাংশের আহ্বায়ক সাইদুল প্রামানিক প্রমূখ।
(ফেইসবুক থেকে সংগৃহীত)