নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম কমিউনিটি ক্লিনিক কার্যকরি কমিটির সভাপতি এবং উপজেলার ভবানীপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) ‘আব্দুল আওয়াল কবিরাজ’ হৃদরোগ জনিত কারণে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে (সিসিইউ) তে চিকিৎসাধীন আছে।
পরিবার এবং সহকর্মী সূত্রে জানা যায়- গত ২৩ ফেব্রুয়ারী রাতে অফিস নির্দেশে ১ দিনের প্রশিক্ষনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে রাজধানীতে পৌছালে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে দু্রত মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে একটু ভালো বলে নিশ্চিত করেছেন তার পরিবার।
আব্দুল আওয়াল কবিরাজের পরিবার এবং বড়াইগ্রাম উপজেলা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি)’র পক্ষ থেকে তার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।