বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছে জেলা আওয়ামীলীগের সদস্য মাজেদুল বারী নয়ন।মনোনয়ন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মাজেদুল বারী নয়ন কে ফুল দিয়ে বরণ করেছে নেতা কর্মীরা।
রবিবার দুপুরে উপজেলা রিটার্নিং কর্তকর্তার কাছে মনোনয়ন জমা দিয়ে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সাথে সৌজন্য সাক্ষাত করে দোয়া চান মাজেদুল বারী নয়ন।
বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আমি জেলা পরিষদের সদস্য আবুল কালাম জোয়ারর্দারের মনোনয়ন প্রার্থীর ব্যাপারে কাজ করেছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় সিদ্ধান্ত মোতাবেক বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেয়েছে মাজেদুল বারী নয়ন। আমরা এখন মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করার সর্বাত্মক চেষ্টা করবো।
এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাজেদুল বারী নয়ন সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।