
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মাঝগাঁও ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা সদরের সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শহীদ মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. আয়নুল হকের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ সোমবার।
২০০২ সালের ২৯ মার্চ বিএনপি সন্ত্রাসীদের হাতে তিনি শহীদ হন। এ উপলক্ষে শহীদের পরিবার. উপজেলা আওয়ামীলীগ, বনপাড়া ও বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন এবং ডা. আয়নুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ এবং দিনব্যাপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদে সকলকে অংশ গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, শহীদ ডা. আয়নুল হক হত্যা মামলাটি দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২১-০৯-২০২১ তারিখে রায় হয়েছে। রায়ে সকল মূল আসামীকে খালাশ দেয়া হয়েছে। উক্ত রায়ে পরিবার ও আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মী হতাশ ও বিশ্ময় প্রকাশ করেছেন। এদিকে রাষ্ট্রপক্ষ ক্ষুব্ধ হয়ে রায়ের রিভিউ চেয়ে মহামান্য হাইকোর্টে ক্রিমিনাল আপিল করেছেন।