বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার উদ্যোগে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবান মাহমুদ এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউপি সদস্য নূর ইসলাম সিদ্দিকির প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ(১মার্চ) ১নং ওয়ার্ডের উপলশহর বাজার, উপলশহর সঃপ্রাঃ বিদ্যালয়, উপলশহর উচ্চ বিদ্যালয় সহ আশে-পাশের মসজিদ ও ঘনবসতিপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাদেম বিশ্বাস, সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, আমাদেরকে যদি স্থানীয় বিত্তশালী সচেতন মানুষ, ইউপি সদস্য, চেয়ারম্যান, বিভিন্ন দলের নেতাকর্মী তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়, তবে আমরা ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে বিনা পারিশ্রমিকে সমস্ত এলাকায় এ কাজ পরিচালনা করবো।
এদিকে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নূর ইসলাম সিদ্দিক বলেন, আমি ইতিমধ্যেই আমার নির্বাচনী এলাকার ১নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে ব্যাক্তিগত উদ্যোগে হাতধোয়ার জন্য সাবান প্রদান করেছি। আর ছাত্রলীগ-যুবলীগের ছেলেদেরও সামাজিক সচেতনতা মূলক কাজে অংশ গ্রহণ করতে অনুরোধ করে পাশে থাকার প্রতিশ্রুতি ও কিছু পরিকল্পনা দিয়েছিলাম। তারা যে কাজ করছে তা সকলের জন্য একটা উদাহরণ হতে পারে। এবং এখান থেকে অন্যরাও উদ্বুদ্ধ হবে। আমি সব সময় তাদের পাশে আছি।