বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ৩২ কেজি গাঁজাসহ হেলাল বিশ্বাস (৪০) ও সুমন সরদার (২১) নামে দুজনকে আটক করেছে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি’র মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় গাঁজা পরিবহণের কাজে ব্যবহৃত ট্রাক ও তাদের কাছে থাকা নগদ ১১ হাজার টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হেলাল বিশ্বাস পাবনার সুজানগর থানার দুড়িয়া গ্রামের মৃত মোজাহার বিশ্বাসের ছেলে এবং সুমন সরদার (২১), একই জেলার আমিনপুর থানার বালিয়াডাঙ্গী গ্রামের আমজাদ সরদারের ছেলে। বুধবার তাদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে র্যাবের দেয়া প্রেস রিলিজ সুত্রে জানা গেছে।