বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার এস.আই মো. আনোয়ার হোসেন জানান, ভেড়ামারা থেকে নারায়নগঞ্জগামী জে.এস পরিবহন উপজেলার মানিকপুর এলাকায় পৌছলে, গাড়িটি তল্লাসীকালে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ২১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর থানার ফাগজোদ গ্রামের মৃত চাহার উদ্দিনের পুত্র উকিল (৩০), ফজলুল হকের পুত্র সাজিদ হোসেন (৩৫) এবং ডাবেরপাড়া গ্রামের আলম শেখের পুত্র রাজন (৩২)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।