গতকাল(৯ আগস্ট) রাত আটটার দিকে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে নাটোরের বড়াইগ্রাম থানা মোড় হতে বনপাড়া যাওয়ার পথে অপর একটি ইজিবাইকের ধাক্কার ঘটনায় গুরুতর আহত এজাজুল ইসলাম(৩৭) নামের এক যাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত এজাজুল বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামের মৃত ইকান প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষ দর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল(৯ আগস্ট) রাত আটটার দিকে সে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে বড়াইগ্রাম থানা মোড় হতে বনপাড়া আসছিলেন। আসার পথে বড়াইগ্রাম থানা মোড় হতে বনপাড়া মহাসড়কের পার্শ্ব রাস্তা পারকোল বাজার নামক স্থানে অপর দিক থেকে আসা মহিষের গাড়ির ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজি বাইকের থাকা যাত্রী এজাজুল রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে এজাজুল মৃত্যুবরণ করেন।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, গতরাতে দু’টি ইজিবাইকের ধাক্কার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এবিষয়ে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।