নাটোররে বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফাহমিা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম উপজলোর বনপাড়া ফজলি তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলশি ও স্থানীয়রা জানায়, নাটোররে হয়বতপুর এলাকার ফারুক হোসেন তাঁর স্ত্রী-সন্তানকে নিয়ে বনপাড়া শ্বশুরবাড়ি এলাকা থেকে বাসায় ফিরছিলেন। পথে বনপাড়া বাইপাস এর অদূরে ফজলি তলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মোটরসাইকলেরে সংর্ঘষ হয়। এতে মায়ের কোলে থাকা শশিু সন্তান ফাহমিা (৫) ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলইে তার মৃত্যু হয়। বাবা ফারুকও আহত হয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করনে। পুলশি জানায়, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ড্রাইভার পলাতক রয়েছে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…