প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা, সুবর্ণজয়ন্তী সহ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বনপাড়া এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইন্স্টিটিউট্ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, দেশের গান ও বার বার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। পরে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্ত্বে ও মামুন সরকারের সঞ্চালণায় আয়োজিত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা চেয়ারম্যান ডা. মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইব্রাহীম হোসেন নাহিদ, সাংবাদিক এম এ করিম, মোঃ রবিউল ইসলাম, শিক্তা কবিরাজ, পরিতোষ কবিরাজ, মেহেদী হাসান প্রমুখ।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…