প্রতিনিধি, বড়াইগ্রাম(নাটোর)
নাটোরের বড়াইগ্রামে র্যালী, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে ৪৮তম শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলার বনপাড়া বাজারের আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয় থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বনপাড়া বাজার প্রদক্ষিণ শেষে বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে ওই কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিকের সভাপতিত্বে ও মোঃ জাকির সরকারের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি অবিলম্বে শহীদ বুদ্ধিজীবিদের হত্যাকারী আলবদর-আল শামস্ ও রাজাকারদের বিশেষ আইন করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচরের ব্যাবস্থা করা ও শহীদ বুদ্ধিজীবি পরিবারের সকল সদস্যদের পূর্ণবাসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সেখানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন,
বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য মোঃ আবুল কালাম জোয়ার্দার, এ্যাড. জুলফিকার আলী মিঠু, জাহাঙ্গীর আলম বাবর প্রমূখ।