বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে “মুজিববর্ষে শপথ করি প্লাষ্টিক দুসন রোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। গতকাল সোমবার দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় আয়োজন করে উপজেলা প্রসাশন ।
উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, ক্যাব প্রতিনিধি আব্দুল কাদের সজল প্রমূখ। এছারাও উপজেলার ভিভিন্ন এলাকার হোটেল মালিক, ব্যবসাই ও মিষ্টি দোকানদারগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভোক্তার অধিকার সুনীশ্চিত করার লক্ষ্যে সামনে রমজান মাসসহ বাজার মনিটরিং, মূল্য তালিকা পদর্শন, খাদ্যে ভেজালরোধ প্রভৃতি সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…