বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরে বর্নিল আয়োজনের মধ্য দিয়ে “মিং ইয়াং” চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বনপাড়াস্থ আর আই সুপার মার্কেটের ৩য় তলায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা: মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, সেন্ট জোসেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুরুজ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, মিং ইয়াং চাইনিজ রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী লুৎফর রহমান ও সাইফুল ইসলাম সেন্টুসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহসিন তামান্না খাঁন।