নাটোরের বড়াইগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ এপ্রিল) উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৭ রমজানে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়াম্যান ডাঃ সিদ্দিকুর রমহান পাটোয়ারীর নিজস্ব অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়াম্যান চাঁদ মোহম্মদ, বনপাড়া পৌরসাভার প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বনপাড়া শহর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকার, গোপালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সস্পাদক মজিবর রহমান মাষ্টার, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন হাসুসহ স্থানী আওয়ামীলীগের নেতাকর্মী এবং উক্ত এলাকার সাধারন জনসাধান।