নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
বড়াইগ্রামে জেনে বুঝে বিদেশ যাই-অর্থ,সম্মান দুটোই পাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাস্তব প্রশিক্ষণ গ্রহণে দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের সহযোগিতায় এটি সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি এবং নাটোর টিটিসির অধ্যক্ষ মোঃ গোলাম নবী।
এ সময় বক্তরা বলেন, দক্ষ শ্রমিক বিদেশ গমন করলে দেশের উন্নয়ন হয়। তাই সকলকে এগিয়ে আসতে হবে। এ লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ,বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।