বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কাচুটিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, কাচুটিয়া এলাকায় বৃদ্ধের মরদেহটি পড়ে থাকতে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দীর্ঘদিন ধরে মানষিক ভারসম্যহীন অজ্ঞাত বৃদ্ধটি এলাকায় ঘোরাফেরা করতো। করোনা ভাইরাস উপসর্গ না থাকলেও চারদিকে আতংক বিরাজ করায় যথাযথ নিয়ম মেনে বৃদ্ধ লোকটাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।