নাটোরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীকে গ্রেপ্তার করেছে RAB । গতরাতে নাটোরের লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে করা হয়।
RAB জানায়, বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদরাসা অধ্যক্ষ গত ১৮ ফেব্রুয়ারী ওই ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য ডেকে পাঠায়। ছাত্রীটি আসলে ফাঁকা মাদরাসায় অধ্যক্ষ নিজ অফিসে ডেকে আনে। এসময় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে তিনি ওই ছাত্রীকে ছেড়ে দেন।
এ বিষয়ে থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে RAB । গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করে।