নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে চিনি ও কেমিক্যাল দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরীর দায়ে ভ্রাম্যমান আদালত কারখানার মালিক ও অসাধু ব্যবসায়ী আমজাদ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই ভেজাল খেজুরের গুড়ের কারখানা আবিস্কার করে। এ সময় র্যাব সদস্যরা ২৫০ কেজি ভেজাল খেজুরের গুড়, ২ কেজি ফিটকারী, ৩০০ কেজি চিনি, ৩ কেজি চুন ও কেমিক্যাল জব্দ করে। পরে কারখানার মালিক ওই গ্রামের নাসিরউদ্দিন প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন (৫২) কে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে হাজির করে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ী আমজাদকে ৩০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেন।