বড়াইগ্রামে ভারী বর্ষনে ভেসে গেছে মৎস্য খামার
কোটি কোটি টাকার ক্ষতি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুডুমশৈল ও বিল দবিলায় প্রায় ৪০ থেকে ৫০টি পুকুর (মৎস্য খামার) ভেসে গেছে উপর্যপরি ভারী বর্ষনে । এতে কোটি কোটি টাকার মৎস্য বের হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষীরা। একজন মৎস্য চাষী, সরকার ফিসারিজ এন্ড এগ্রো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন সরকার জানান, তার প্রায় ১০ একর পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে, সাম্প্রতিক ভারী বর্ষনে বিলের পানি বেড়ে, পুকুরের পাড় ভেসে গিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। মৎস্য খামারি সেলিম রেজা, দুলাল হোসেন, রজব আলী, জাহাঙ্গীর, মহিউদ্দিন, বাচ্চু ও আজাদ রহমান আক্ষেপ করে বলেন, খামার ভেসে গিয়ে এখন আমাদের মাথায় হাত, সরকার সুদৃষ্টি না দিলে আমরা আবার ঘুরে দাড়াব কি ভাবে?। খামার গুলি ভেসে যাওয়ার পর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও সহকারী সৎস্য অফিসার মোঃ মোবাশ্বীর হোসেন বিপ্লব জানান, এটা একটা প্রাকৃতিক দূর্যোগ এখানে অধিদপ্তরের কোন কিছু করার ছিলনা। খামার পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, বিল থেকে নিকটবর্তি মরা বড়াল নদীর পানি বেড়ে যাওয়াও নদীর পানি চুলকাটি স্লুইস গেইট দিয়ে বিলে প্রবেশ করেছে। স্লুইস গেইট এর একটি পাল্লা অকেজো থাকার কারনে পানি প্রবেশ নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। এলাকা বাসির দাবী অতিসত্ত্বর চুলকাটির ওই অকেজো স্লুইজ গেইটটি মেরামত করা প্রয়োজন। অন্যথায় প্রতি বছরই এমন বিপর্যয় অবধারিত। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিরা প্রনোদনার জন্য সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।