বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ‘গুড একুয়ালকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি’ প্রকল্পের আওতায় বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আগ্রাণে টিএম বায়োফ্লক মৎস্য খামারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল খালেক, সহকারী মৎস্য কর্মকর্তা মোবাশি^র আলম, মৎস্য খামারী জামাল উদ্দিন ও টিএম বায়োফ্লক ফিশ ফার্মিংয়ের স্বত্তাধিকারী টিএম মফিদুল ইসলাম বক্তব্য রাখেন। প্রশিক্ষণে উপজেলার ২০ জন বায়োফ্লক মৎস্য খামারীসহ মোট ৩০ জন নারী ও পুরুষ মৎস্য চাষী অংশ নেন।
অন্ষ্ঠুানে জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বায়োফ্লক পদ্ধতিতে মূলত পুকুর ছাড়াও ট্যাংকিতে মাছ চাষ করা যায়। স্বল্প জায়গায় পুকুরের চেয়ে ১০-১২ গুণ অধিক ঘনত্বে এই মাছ চাষ করা হয়। এ পদ্ধতিতে চীন, ইন্দোনেশিয়া, আমেরিকা, ভারত ও পাকিস্থানসহ বেশ কিছু দেশে মাছ চাষ হয়ে থাকে। সীমিত জায়গায় স্বল্প খরচে এ পদ্ধতিতে মাছ চাষ অধিক লাভজনক হওয়ায় দিন দিন এটি আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…