নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গাড়ফা গ্রামের প্রয়াত আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম ইন্তাজ এর পরিবারের পাশে দাড়ীয়েছেন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
তিনি অসহায় ও অবহেলিত চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রয়াত আমিনুল ইসলাম ইন্তাজ এর পরিবারের নিকট শনিবার সংযুক্ত টয়লেট সহ দুই কক্ষ বিশিষ্ট একটি পাকা ঘরের চাবি হস্তান্তর করেন।
উল্লেখ্য আওয়ামীলীগের দূর্দিনে দলকে সংগঠিত করা এই নির্লোভ ও সাদা মনের মানুষটি সংসার জীবনে ছিলেন উদাসীন। ফলে সংসারে তার টানাটানি লেগেই থাকতো। গত ০৬/০৩/২০২১ ইং তারিখে তিনি মারা যান। জানাযায় উপস্থিত হয়ে প্রয়াত আমিনুল ইসলাম ইন্তাজের জরাজীর্ন বাড়ীর স্থলে একটি পাকা বাড়ী করে দেওয়া প্রতিশ্রুতি দেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তারই অংশ হিসাবে উপজেলা চেয়ারম্যান পাটোয়ারীর নিজেস্ব অর্থায়নে প্রায় ৪ লক্ষ টাকা ব্যায়ে সংযুক্ত টয়লেট সহ ২ কক্ষ বিশিষ্ট ১টি পাকা বাড়ী নির্মান করে দেন।
চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান গোলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ মজিবুর রহমান মাষ্টার এর সঞ্চালনায় আয়োজিত প্রয়াত আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম ইন্তাজের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান শেষে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ত্যাগী, অবহেলিত সেই আওয়ামীলীগ নেতা স্ত্রী মোছাঃ মহুয়া বেগম এর হাতে সংযুক্ত টয়লেট সহ দুই কক্ষ বিশিষ্ট পাকা ঘর এর চাবি হস্তান্তর করেন এবং সব সময় পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সে সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন চান্দাই ইউপি চেয়ারম্যান মোছাঃ শাহানাজ পারভীন, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আবুল হাসেম হাসু, বনপাড়া পৌরসভার কালিকাপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবুল কালাম আজাদ, দাসগ্রাম মাদ্রাসার সাবেক অধ্যাপক মাওলানা মোঃ মোশাররফ হোসেন রুমি প্রমুখ।