বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মাদকাসক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রশাসনের দেওয়া আশ্বাসের ফলে মাদক বিরোধী মানববন্ধন স্থগিত করা হয়েছে। গত বৃহষ্পতিবার বনপাড়া পৌর মাদক বিরোধী কমিটির উদ্যোগে বনপাড়া বাইপাস চত্ত¡র এলাকায় মানববন্ধনের কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে বনপাড়া বাইপাসে কয়েক শত লোক সমবেত হয়। ওই সময় সেখানে পৌছে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার তৌহিদুল ইসলাম। তিনি বনপাড়া পৌর মাদক বিরোধী কমিটির সভাপতি আব্দুস সোবাহান সদস্য সচিব, জাকির সরকার ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আতাউর রহমানের কাছে তাদের দাবীর কথা শুনেন এবং মাদকাসক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এতে মানব বন্ধন স্থগিত হয়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার তৌহিদুল ইসলাম বলেন, বনপাড়া পৌরসভাকে মাদকমুক্ত করার চেষ্টা অব্যাহত আছে।