বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর প্রণোদনা থেকে বঞ্চিত হলেন ২৭ ননএমপিও শিক্ষক কর্মচারী
প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর-বনপাড়া কৃষি ও কারিগরী কলেজের ননএমপিও ভুক্ত ২০ জন প্রভাষক ও ৭ জন অফিস সহকারী বঞ্চিত হয়েছেন প্রধানমন্ত্রীর আর্থিক প্রণোদনা থেকে। ওই কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ জানান, গত ২৫ মে ২০২০ তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ক্ষুদে বার্তা মারফত জানতে পেরে আমি ঐ দিনই আমার কলেজের উপরোক্ত ২৭ জন ননএমপিও শিক্ষক/কর্মচারীর নামের তালিকা অনলাইনে অত্র অফিসে প্রেরণ করি। ২৯ জুলাই ২০২০ তারিখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ননএমপিও কারিগরী ও মাদ্রাসা শিক্ষক/কর্মচারীদের প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়। কিন্তু দূর্ভাগ্যক্রমে আমার কলেজের ননএমপিও ওই ২৭ জন শিক্ষক কর্মচারী উপস্থিত হলেও তাদের প্রণোদনার চেক দেওয়া হয়নি। প্রণোদনা বঞ্চিত প্রভাষক শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী (মানিক) ও মোঃ মুক্তার হোসেন আক্ষেপ করে বলেন, গত ২০ বছর ধরে শিক্ষকতা করে এমপিওভুক্ত হতে পারলাম না। আজ মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক প্রণোদনা থেকেও বঞ্চিত হলাম, তা হলে ঈদ করবো কিভাবে? এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রউফ বলেন, আমি উক্ত কলেজের ননএমপিও শিক্ষক/কর্মচারীদের নামের তালিকা জেলা শিক্ষা অফিসার নাটোর বরাবরে প্রেরণ করেছি। কোন কারণে তাদের নাম প্রণোদনা প্রাপ্তিতে বাদ পড়েছে তা আমার জানা নাই। জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ বলেন, বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ননএমপিও সকল শিক্ষক/কর্মচারীর নামের তালিকা আমি আমার অফিসের মাধ্যমে উর্ধতন কতর্ৃপক্ষের বরাবরে প্রেরণ করেছি, তারা কেন প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন আমি তা বলতে পারছি না।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…