বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের জামাইদিঘা গ্রামে বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর একটার দিকে পানিতে ভাসমান অবস্থায় স্বজনরা তার লাশটি উদ্ধার করেন। নিহত মুস্তাকিম উপজেলার জামাইদিঘা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, রোববার সকালে মুস্তাকিম বাড়ির পাশে খেলা করছিল। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে প্রতিবেশীরা বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দেয়। পরে স্বজনরা এসে লাশটি উদ্ধার করেন। এ ঘটনায় স্বজনসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…