নাটোরের বড়াইগ্রামে পর্নোগ্রাফি সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ৩ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
র্যাব ৫ নাটোর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ সানরিয়া জানান, ওই তিন কম্পিউটার দোকানি পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষন করে আসছিলো এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩ টি সিপিইউ ও ৩ টি হার্ডডিক্স জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তরের কথা স্বীকার করেছে তারা । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।
সোমবার(৭জুন/২১ইং) সন্ধ্যায় মেজর মোঃ সানরিয়ার নেতৃত্বে উপজেলার মৌখাড়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার আগ্রান গ্রামের মৃত রাজ্জাকের ছেলে মৌখাড়া বাজারের সেলিম স্টোরের সেলিম রেজা,নিশ্চিন্তপুর গ্রামের আলিমের ছেলে মৌখাড়া বাজারের ওয়াসিম টেলিকমের ওয়াসিম রেজা ও মৌখাড়া বাজারের শাহাদৎ হোসেনের ছেলে মোখাড়া বাজারের শাহিন টেলিকমের শাহিন আলম।