নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দলীয় সভা-সমাবেশে নৌকার পক্ষের শক্তি উপেক্ষিত বলে অভিযোগ করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী! এ সময় তিনি উপজেলা আওয়ামীলীগের মেয়াদ উত্তীর্ণ বর্তমান কমিটি বাতিলেরও দাবি জানান।
শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে, আওয়ামীলীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে নৌকার বিপক্ষের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন দলিয় সভা সমাবেশ করা এবং গত ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য নৌকা প্রতীকের পক্ষের কোন নেতা-কর্মীকে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পৃক্ত না করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এসময় লিখিত বক্তব্যে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- বিগত স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কর্তৃক প্রদত্ত নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থানকারী স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের আস্থাভাজন ব্যাক্তিদের নিয়ে সকল দলিয় কার্যক্রম পরিচালনা করার ফলে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে।
তিনি আরো বলেন- আপনাদের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ উর্ধতন দায়িত্বপ্রাপ্ত নেতাদের দৃষ্টি আকর্ষন করছি, যেন অতি সত্বর মেয়াদ উত্তির্ণ কমিটি বাতিল করে সকল পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক এস,এম. আনোয়ার হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, আমরা দলীয় গঠনতন্ত্রের বাইরে কোন কিছুই করিনা। উপজেলা চেয়ারম্যানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।