বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার এসব গাছের চারা রোপণ করা হয়।
জোনাইল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে একটি চারা রোপণ করে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার।
এ সময় জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন রানা ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা তাদের বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার -গাছ লাগাই পরিবেশ বাঁচাই- স্লোগানকে ধারণ করে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে।