বড়াইগ্রামে চেয়ারম্যান তোজামের বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়নের চেয়ারম্যানের তোজাম্মেল হক ও সচিব শ্রী সঞ্জয় কুমার চাকী বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার নাটোরের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বড়াইগ্রাম এবং উপজেলা চেয়ারম্যান বরাবর জোনাইল ইউনিয়ন পরিষদের ৮জন সদস্য সাক্ষরিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগকারীরা হলেন,ইউপি সদস্য সেলিম হোসেন, দুলাল হোসেন, মহররম হোসেন , আজমল হোসেন, শাকিল আহম্মেদ, আবেদা বেগম, জামিরন বেগম ও সফুরা বেগম।

অভিযোগ সুত্রে জানাযায়, ২০১৬ সালের নির্বাচিত হওয়ার সরকারী গেজেট অনুযায়ী ইউনিয়ন পরিষদের রাজস্ব খাত থেকে ৪ হাজার ৪শত টাকা করে সম্মানী ভাতা দেওয়ার কথা থাকলেও তা কখনও প্রদান করেন নাই চেয়ারম্যান ও সচিব। উল্টো মাসিক মিটিংয়ের নাম করে রেজুলেশনে সাক্ষর নেওয়া হয়। আমরা ভাতার জন্য জোর দাবী জানালে জানুয়ারী মাসের মাসিক মিটিংয়ে চেয়ারম্যান টাকা দিতে অস্বীকৃতি জানান। তার পরেও আমরা বিবাদ না করে সমাধানের জন্য অভিযোগ করি নাই।

আরো জানা যায় যে, বিগত পাঁচ বছরে চেয়ারম্যান টিআর, কাবিখাঁ, জিআর বরাদ্দ, ননওয়েজ, রাস্তা ও ড্রেন সংস্কার প্রভৃতি সরকারী  প্রকল্পের বাস্তবায়ন কমিটিতে ইউপি সদস্যেদের সভাপতি বানিয়ে ভুয়া সাক্ষরের মাধ্যমে কাজ না করে টাকা উত্তোলন করেছে। এছাড়াও ইউপি রাজস্ব খাতের হোল্ডিং কর, জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ  ও ট্রেড লাইসেন্স থেকে প্রাপ্ত অর্থ, পরিষদের পুকুর লিজের অর্থ, দোকান ভারার অর্থ, পরিষদ চত্তরে গাছ বিক্রীর অর্থ পরিষদের তহবিলে জমা না করে চেয়ারম্যান ও সচিব মিলে লুটপাট করেছে। ২০১৯-২০২০ অর্থ বছরের ভিজিডি সুবিধাভুগি ৩০৯ জনের নিকট থেকে বন্ধুচুলা দেওয়ার কথা বলে ৭শত টাকা হারে আদায় করেছে। কিন্তু কাউকে চুলা বা টাকা ফেরত দেওয়া হয়নি।

তোজাম্মেল হক বলেন, আমার ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্য করার জন্য বিরোধী একটি চক্র কাজ করছে। এসব অভিযোগ সত্য নয়। আমি ইউনিয়নের একটি টাকাও আত্মসাৎ তো দূরের কথা ছুঁয়ে দেখিনি। সামনে ইউপি ভোট তাই মেম্বার সদস্যদের দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে এ কাজ করছে।

ইউপি সুচিব সঞ্জয় কুমার চাকী বলেন, কোন কোন সদস্যকে ২৪ মাস ২৬ মাস করে ভাতা দেওয়া হয়েছে। রাজস্ব কম থাকায় বাকী ভাতা দেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযারী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক