নাটোরের বড়াইগ্রামে প্রায় চার লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার(৩১ আগষ্ট) উপজেলার জোনাইল হাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ অভিযান চালান।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, চলমান মৎস্য সপ্তাহের প্রচারাভিযান চালানোর সময় উপজেলার জোনাইল হাটে বিপুল পরিমান কারেন্ট ও চায়না জাল বিক্রয় করতে দেখা যায়। এসময় স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি চায়না জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কারেন্ট ও চায়না জাল মাছের শত্রু। তাই ওই সকল জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।