নিজস্ব প্রতিনিধি(বড়াইগ্রাম):
নাটোরের বড়াইগ্রামে উপজেলা নগর ইউনিয়নের তালশো গ্রামে কবিতা খাতুন (১৬) নামে এক কিশোরী গৃহবধু কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কবিতা তালশো গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী এবং একই গ্রামের খবির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রায় বছর খানেক আগে জামিরুলের সাথে কবিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই লাগতো। সোমবারও তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ হয়। পরে ক্ষোভে অভিমানে সন্ধ্যায় কবিতা নিজ শোবার ঘরে গিয়ে বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করে। এ সময় স্বজনরা বুঝতে পেরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এনামুল হক জানান, মঙ্গলবার সকালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।