বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এক কিশোরিকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে সাজেদুর রহমান (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে। আটক সাজেদুর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের আস্তুল প্রামাণিকের ছেলে। এঘটনায় কিশোরির বাবা সাজেদুরের নামে থানায় মামলা দায়ের করেছেন।
বড়াইগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম বলেন, চরতেবাড়িয়া গ্রামের ওই কিশোরিকে ফুসলিয়ে আহম্মেদপুর বাজারের রাজ্জাকের দোকানের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরির চিৎকারে স্থাণীয়রা তাকে উদ্ধার করে এবং সাজেদুরকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে। পরে তার নামে কিশোরির বাবা মামলা দায়ের করলে আটক সাজেদুরকে গ্রেফতার দেখিয়ে সোমবার নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।