নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রীষ্টিয় ধর্মপল্লীর প্রধান প্রথম বাংলাদেশী পাল-পুরোহিত (যাজক) ও প্যারিস কাউন্সিলের সভাপতি ফাদার বিকাশ হিউবার্ট রিবেরুর (৫২) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোর জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এক শোক বার্তায় তিনি ভাদার বিকাশ হিউবার্টের পরিবার ও বনপাড়া ধর্মপল্লীর সকলের প্রতি গোভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বনপাড়া খ্রীষ্টিয় ধর্মপল্লীর প্রধান প্রথম বাংলাদেশী পাল-পুরোহিত (যাজক) ও প্যারিস কাউন্সিলের সভাপতি ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। ফাদার বিকাশ উপজেলার জোনাইল বাগডোব গ্রামের ডা. ফ্রান্সিস রীবেরুর পুত্র।
এ সম্পর্কে বিশপ জের্ভাস রোজারিও বলেন, কয়েক দিন আগে তার করোনায় সংক্রমিত হয়। এছারাও তার ক্যান্সার ও কিডনি সমস্যায় ছিল। উন্নত চিকিৎষার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবীর পরিচর্জা অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ফাদার বিকাশের মরদেহ প্রথমে উপজেলার বনপাড়া ধর্মপল্লীতে আনা হবে। শনিবার সেখানে খ্রীষ্টিয় যোগ শেষে জোনাইলের বোর্ণী ধর্মপল্লীর কবরস্থানে সমাহিত করা হয়।