বড়াইগ্রাম প্রতিনিধিঃ আজ(৮ মে) বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত মৃতের সৎকার এর উপর প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তর। এতে মসজিদের ইমামসহ বিভিন্ন ধর্মের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
এই সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ডলি রানী, বড়াইগ্রাম থানার এসআই শামসুল ইসলাম,বড়াইগ্রাম ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার আব্দুর রউফ।
এর আগে করোনা ভাইরাস সংক্রমণে মৃতদের সৎকারের জন্য বড়াইগ্রাম উপজেলায় ১৬ সদস্য বিশিষ্ট ১টি কমিটি গঠন এবং ৭ ইউনিয়ন আর ২ টি পৌরসভায় পাঁচ সদস্যের আলাদা কমিটি গঠন করা হয়।