বড়াইগ্রামে এই প্রথম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ।

বড়াইগ্রাম প্রতিনিধি :

পরিবেশবান্ধব ‘মালচিং পদ্ধতি’ ব্যবহার করে তরমুজ উৎপাদনে অসাধারণ সাফল্য দেখিয়েছে নাটোরের বড়াইগ্রামের তরুণ কৃষক সাইফুল। সাধারণ পদ্ধতিতে তরমুজের ফলন বছরে একবার হয়ে থাকে। তবে এই পদ্ধতিতে বছরের যেকোনও সময় একাধিকবার এই তরমুজ উৎপাদন করা যায়।

বড়াইগ্রামের আগ্রান এলাকার দুই ভাই সাইফুল ও সাইদুর জানান, ইন্টারনেটের মাধ্যমে প্রথম এই পদ্ধতি সম্পর্কে জানতে পেরে তারা তরমুজ উৎপাদন করতে উৎসাহিত হয়।

প্রচলিত পদ্ধতিতে তরমুজের বীজ সরাসরি জমিতে লাগানো হয়। কিন্তু এ পদ্ধতিতে প্রথমে মালচিং পলিথিন দিয়ে একটি বীজতলা নির্মাণ করা হয়। এরপর তরমুজের বীজ সেখানে স্থাপন করা হয়।

যেহেতু বীজগুলো পলিথিন দিয়ে মোড়ানো থাকে, তাই কোনও কীট-পতঙ্গ আক্রমণ করতে পারে না। ফলে কীটনাশক ব্যবহারেরও প্রয়োজন হয় না।

সাইফুল বলেন, ‘এবছর আমি মাত্র ২ বিঘা জমি বর্গা নিয়ে ব্লাক বেরি জাতের তরমুজের চাষ করেছি। ৫০ দিনের মধ্যে আমার জমিতে ২৫শ গাছে প্রচুর তরমুজ ফলেছে।

‘মালচিং পদ্ধতি’তে উৎপাদিত তরমুজ পিস হিসেবে নয়, কেজি দরে বিক্রি হওয়ায় দামটা একটু বেশি। প্রতি কেজি ৩০ টাকা করে বিক্রি হবে বলে আশা করেন তিনি।

সাধারনত তরমুজ বছরে একবার হলেও এই পদ্ধতিতে বছরে কয়েকবার চাষ করা যায়।তিন মাসের এই ফলনে ২বিঘা জমি থেকে প্রায় লাখ তিনেক টাকা আয় করা সম্ভব বলে মনে করেন তিনি।

তিনি জানান, তার দেখাদেখি এলাকার বেকার যুবকরাও সহজেই মালচিং পদ্ধতিতে তরমুজের আবাদ করে সাবলম্বি হতে পারে।

বাংলাদেশের কোন কোন জায়গায় মালচিং পদ্ধতিতে তরমুজ আবাদ হলেও নাটোরে এই প্রথমবারের মতো আবাদ হলো।
বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ জানান -সাইফুল ইসলাম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করছেন এটা আমাদের জানা আছে।আমাদের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। তার তরমুজ চাষের ফলন ভালো হলে আগামীতে এই পদ্ধতিতে তরমুজ চাষ বড়াইগ্রামে আরো সম্প্রসারিত করা হবে।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক