বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদ চত্বরে আজ সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার হতদরিদ্রদের মাঝে ৫০টি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন রিং-স্লাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন-নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সকলকে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গ্রহণ করা উচিত, তবে আমাদের পক্ষে সবাইকেই এই সুবিধা দেয়া সম্ভব না। আজকে আপনাদের যাদেরকে এই স্যানিটেশন রিং স্লাব দেয়া হল নিশ্চয়ই আপনারা এটার সঠিক ব্যবহার করবেন এবং আজকের এই করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
অনুষ্ঠানটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।