বড়াইগ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি অনুমোদন

প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর এর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। রবিবার আওয়ামীলীগের জেলা কার্যালয় থেকে ওই অনুমোদন দেন। অনুমোদন কৃত ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা যথাক্রমে ২নং বড়াইগ্রাম ইউনিয়ন, ৩নং জোনাইল ইউনিয়ন, ৫নং মাঝগাঁও ইউনিয়ন, ৬নং গোপালপুর ইউনিয়ন, ৭নং চান্দাই ইউনিয়ন ও বড়াইগ্রাম পৌরসভা আওয়ামীলীগর পূর্নাঙ্গ কমিটি। এ সকল ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনুমোদন পেয়েছেন বড়াইগ্রামে সভাপতি ইসাহক আলী মোল্লা, সম্পাদক আব্দুর রাজ্জাক, জোনাইলে সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক মাহতাব উদ্দিন, মাঝগাঁও এ সভাপতি খোকন মোল্লা , সম্পাদক আতিকুর রহমান আতিক, গোপালপুরে সভাপতি আবু বক্কর সিদ্দিক, সম্পাদক আবুল হাসেম হাসু, চান্দাইয়ে সভাপতি সামসুজ্জামান গোলাম, সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজ, বড়াইগ্রাম পৌরসভায় সভাপতি রফিকুল বারী রফিক, সম্পাদক আবুল কালাম জোয়াদ্দার। অনুমোদিত এই কমিটি আগামী ৩ বছর পর্যন্ত বহাল থাকবে। উল্লেখ্য গত ১৯ অক্টোবর ২০১৯ তারিখে নাটোর এন.এস কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক , সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সকল ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। সেই মোতাবেক বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে নৌকা মার্কার পক্ষের নেতা কর্মীদের দ্বারা গঠিত কমিটি অনুমোদিত হলো। নৌকা মার্কার কর্মী সমর্থক গন অনুমোদিত এই কমিটিকে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থীত কমিটিই অনুমোদিত হয়েছে বলে মনে করছেন।এই কমিটি অনুমোদনের ফলে উপজেলার সর্বস্তরের আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে প্রান চাঞ্চলতা তৈরি হয়েছে। বিগত ১০ই মার্চ উপজেলা পরিষদে নৌকার পক্ষে নির্বাচন করার অপরাধে যারা রাজনৈতিক ও সামাজিক ভাবে বঞ্চিত, লাঞ্চিত ও নির্যাতিত আওয়ামীলীগের নেতা কর্মীদের নতুন করে আওয়ামীলীগ করার পরিবেশ সৃষ্টি হয়েছে। আনান্দে উল্লাশিত নেতা কর্মীরা বড়াইগ্রাম, জোনাইল, মাঝগ্রাম, গোপালপুর, চান্দাই ও বড়াইগ্রাম পৌরসভায় বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় মিষ্টি বিতরন করেছেন ও খিচুড়ী রান্না করে আনান্দ ভাগা-ভাগি করেছেন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন।

  • Online News

    Related Posts

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    নাটোরে দলীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করা বিএনপি নেতা দাউদার মাহমুদকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব…

    You Missed

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা

    ঘটনার ৭ বছরপর সাবেক এমপি পাটোয়ারীর বিরুদ্ধে গুমের মামলা
    প্রাথমিক শিক্ষা ভাবনা-পর্ব: ১

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    টানা ৪র্থ বার উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রেজাউল করিম

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক

    ডাকাতের প্রস্তুতি কালে পুলিশের অভিযানে ৬ ডাকাত আটক