নাটোরের বড়াইগ্রামে যেন দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছেই হচ্ছে না। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৭ জন নিহত হওয়ার পর রাত আটটার দিকে আবারও সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামীম হোসেন (২৮)। তিনি রাজশাহী শিবপুরের শহিদুল ইসলামের ছেলে এবং পাবনা ব্রাক ব্যাংকের কর্মকর্তা।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শামীম হোসেন রাজশাহীর নিজ বাড়ি থেকে কর্মস্থ এতোমটরল পাবনাতে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় আসলে একটি অজ্ঞাত যান তাকে চাপা দেয়ি পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এপ্রসঙ্গে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘পুলিশ ঘাতক যানটি চিহ্নিত করে আটক করার চেষ্টা করছে।’