বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সারে ১০ টাকার দিকে চান্দাই বাজারে এ ঘটনা ঘটে। প্রতিবাদে শনিবার মানববন্ধন করেছে চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগ। বাদী হয়ে নাটোর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ওয়াদুদ সরকার।
অভিযোগ সুত্রে জানাযায়, আগামী ৫ই জানুয়ারী চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের অনুষ্ঠিত হবে। এই সম্মেলন প্রচারের জন্য পোষ্টারিং করা হয়। শুক্রবার রাতে অফিসিয়াল কর্মসম্পাদন করার পরে তালা দিয়ে বাড়ি যায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুজ্জামান গোলাম, সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজ, যুবলীগ কর্মী ওয়াদুদ সরকার। কিন্তু রাত ১১ টার দিকে চান্দাই ইউনিয়নের চেয়ারমান আনিসুর রহমান কেচুর নির্দেশে ছাত্রলীগ কর্মি টিক্কা সরকার, জিয়াউর রহমান, সাকলাইন শুভ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাক, বঙ্গবন্ধু ছবি পুরানো মামলার আসামী, যুবলীগ নেতা এহিয়া আলম মাগনেট সহ ১৫ থেকে ২০ জন কার্যালয়ের তালা বেঙ্গে অফিসের ভিতরের আসবাস পত্র, সকল পোষ্টাল, ভেঙ্গে ফেলে। ভেঙ্গে ফেলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, জাতীয় চার নেতার ছবি, নাটোর ২ আসনের সাংসদের ছবি, উপজেলা চেয়ারমান ডাঃ সিদ্দিকুর রহমানের ছবি। পুরিয়ে দেওয়া হয় জাতীয় পতাকা, আক্রমন করা হয় ওয়াদুদ সরকারে বাড়ীতে। নিক্ষেপ করা হয় ইট পাটকেল।
এই ঘটনার প্রতিবাদে রাজাপুর-জোনাইল রাস্তার চান্দাই ইউনিয়নের দিয়ার গাড়ফা ডি.কে মাদ্রাসার সামনে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ। এত অংশ গ্রহন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজ, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সোনাউল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মজনু মিয়া, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমূখ।
মানববন্ধনে আমিনুল ইসলাম ইন্তাজ বলেন, ২০০২ সাল প্রথম এবং ২০১৩ সালে দ্বিতীয় বার আমি সাধারণ সম্পাদক ও সামসুজ্জামান গোলাম সভাপতির নির্বাচিত হয়ে চান্দাই ইউনিয়নের আওয়ামীলীগের দ্বায়ীত্ব পালন করছি। কিন্তু সম্প্রতি নাটোর ৪ আসনের সাংসদ আমাদের না জানিয়েই ১ই জানুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলন করে। এতে ইউনিয়ন চেয়ারমান আনিসুর রহমান খেচুকে সভাপতি ও ফরিদুল ইসালামকে সাধারণ সম্পাদক করে ত্রি বার্ষিকী কমিটি গঠন করে। আমরা জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলের নেতেত্বে আগামী ৫ই জানুয়ারী সম্মেলনের ঘোষনা দেই। কিন্তু শুক্রবার রাতে আমাদের সম্মেলনকে নৎসাদ করতে এই ঘটনা ঘটানো হয়।
উপজেলা চেয়ারমান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ৫ই জানুয়ারী সম্মেলন করতে না দেওয়ার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। দেওয়া হচ্ছে প্রান নাশের হুমকি।
চান্দাই ইউনিয় চেয়ারমান আনিসুর রহমান খেচু বলেন, মুলত এটি আওয়ামীলীগের অফিস হলেও জামায়াত বিএনপির আড্ডা। এর ফলেই কেবা কাহারা অফিস ভাঙচুর করেছে। আমি বা আমার নেতা কর্মিরা এ ঘটনার সাথে জরিত নই।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…