বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের সকল ওয়ার্ডে প্রায় ৫০০ জন হত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী তাঁর নিজস্ব অর্থায়নে ওই শীতবস্ত্র গুলি বিতরণ করেন। ইউনিয়নের তালিকা ভুক্ত ব্যক্তিদের কে রাজাপুর বাজারে ডেকে শীতবস্ত্র গুলি বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক আবুল হাসেম হাসু, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আঃ সোবাহান প্রাং , এ ছাড়াও সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ।
অনার্স-মাস্টার্স এমপিও ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন, নাটোর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক, নাটোর মহোদয়ের নিকট “এপ্লিকেশন টু দ্য চিফ অ্যাডভাইজার” স্মারকলিপি প্রদান করা হয়। বেসরকারি কলেজ সমূহে নিয়োগপ্রাপ্ত অনার্স…