নাটোরের বড়াইগ্রামে অনলাইন নিউজ পোর্টাল ‘স্বপ্ন সাঁকো’ পরিবারের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বপ্ন সাঁকো’র বনপাড়াস্থ প্রধান কার্যালয়ে ‘স্বপ্ন সাঁকো’ পরিবার এই কর্মসূচীর আয়োজন করে।
অনুষ্ঠানে পোর্টালের সম্পাদক মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন লাইফ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং স্বপ্ন সাঁকো’র ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল কাদের সজল, মোতালেব হোসেন, রানা, আশিক, আবির, কামরুল এবং বড়াইগ্রাম গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সাধারন সম্পাদক আতিকুর রহমানসহ ‘স্বপ্ন সাঁকো পরিবারের সদস্য বৃন্দ।