সিংড়া প্রতিবেদক:
নাটোরের সিংড়া থেকে বিদ্যুৎ কুমার দাস নামের মাদক মামলার সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুর বারোটার দিকে সিংড়া পৌর এলাকার সূর্যের হাসি ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিদ্যুৎ কুমার তরফদার বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর পশ্চিমপাড়া এলাকার রবীন্দ্র তরফদার এর ছেলে।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার’ নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে সিংড়া পৌরসভা চক সিংড়া এলাকার সূর্যের হাসি ক্লিনিকের সামনে থেকে বিদ্যুৎকে গ্রেফতার করা হয়।