উপজেলা প্রতিনিধি:
নাটোর জেলার বড়াই গ্রাম উপজেলাধীন ৪নং নগর ইউনিয়নের কুমার খালী গ্রামে খাল খননের নামে প্রায় ১০লক্ষ টাকা আত্নসাতের মহা উৎসব চলছে। পুকুর চুরি নয় এ যেন সাগর চুরি। নাটোর জেলার, বড়াই গ্রাম থানার নগর ইউনিয়নের, কুমার খালি গ্রামের, (কুমার খালী পানি বাবস্থাপনা সসবায সমিতি লিঃ) এর কার্যক্রম বিভন্ন মারামারি মামলা মকদ্দমার কারনে প্রায় ১০/ ১১বছর যাবত বন্ধ আছে বলে এই সমিতি’র ৮০০ শতাধিকের ও বেশি সদস্য অবগত আছেন। অতি গোপনে প্রতিষ্ঠাতা সদস্য, জমিদাতা সদস্য সহ ৬০০ শতাধিক সদস্যদের না জানিয়ে তাদের সকলেন নাম কর্তন করে সমিতির কোন কার্যক্রম ছাড়াই শুধু মাত্র কাগজে কলমে (আনোয়ার হোসেন) নামে একজন স্ব-ঘোষিত সভাপতি সেজে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য (কোন এক গায়েবি শক্তির পরিচয় দিয়ে) প্রায় ১০ লক্ষ টাকা ক্যানেল খননের নাম করে সমিতি’র নামে বরাদ্ধ নিয়ে এসে কাচি ও নিড়ানি দিয়ে ২ দিনে (৯+৯)=১৮/১৯ জন শ্রমিক দিয়ে ১কিঃমিঃ কাজের মধ্যে প্রায় ৫০০মিঃ কাজ শেষ করেছে। হঠাৎ করে সমিতি চালুর খবর শুনে প্রায় ৬০০শতাধিক কর্তন হওয়া সদস্যরা ক্যানেলের পাশে এসে তাদের নাম কেন কর্তন হলো জানতে চাইলে তাদের কোন সঠিক উত্তর দেওয়া হয না। এঅবস্থায় বিক্ষুব্ধ জনতা নিম্ন মানের কাজ দেখে ফেলায় ও সমিতির সঠিক জবাব চাইলে জনগনের রসানলে পরে কাজ বন্ধ করে লিবার নিয়ে আনোয়ার হোসেন পালিয়ে যায় । এই কাজ বন্ধ না হলে এলাকা বাসির মধ্যে রক্তখয়ী সংঘর্ষ হওয়ার মতো থমথমে অবস্থা বিরাজ করছে।