বড়াইগ্রামের জোয়ারী উচ্চ বিদ্যালয়ের ৭ম-১০ম শ্রেনীর ছাত্রদের চুল কেটে প্রধান শিক্ষকের নির্যাতন, শিক্ষক সেকেন্দার আলী সাময়ীক বরখাস্ত, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন।
বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলীপ কুমার দাস জানান, কয়দিন আগে প্রধান শিক্ষক সেকেন্দার আলী ছাত্রদের চুল কাটার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু অনেক ছাত্ররা চুল না কেটে আসায় আজ প্রধান শিক্ষক শ্রেনী কক্ষে ঢুকে কাচি দিয়ে ৭ম-১০ম শ্রেনীর অর্ধশত ছাত্রের চুল কেটে দেন। এসময় কাচির আঘাতে অনেক ছাত্র আহত হন। এ ঘটনায় বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার পারভেজ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন ও প্রধান শিক্ষককে সাময়ীক বরখাস্ত করেন। ঘটনা তদন্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।