নাটোরের বড়াইগ্রামে চাঁদ মোহাম্মদ (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত চাঁদ মোহাম্মদ উপজেলার আমজাদ হোসেনের ছেলে।
ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্ত চাঁদ মোহাম্মদকে আমার মেয়ে দাদা বলে ডাকে। চাঁদ মোহাম্মদের বাড়িতে কেউ না থাকার সুযোগে আমার মেয়েকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ৬০০ টাকা হাতে দিয়ে কাউকে জানাতে নিষেধ করে।
তিনি আরও বলেন, ‘আমার মেয়ের অন্যত্র বিয়ে দেওয়া হয়েছিল। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সংসার করতে না পেরে বাড়িতেই থাকে। মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করল। আমি এই ঘটনার বিচার চাই।
তিনি আরও জানান, সারা দিন বিভিন্ন মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করেছে তারা, তবে আমি সুবিচার পাওয়ার জন্য আইনের আশ্রয় নেয়ার জন্য মামলার প্রস্তুতি নিচ্ছি।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১০টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
চাঁদ মোহাম্মদের স্ত্রী বলেন, ‘আমার স্বামীর কাছ থেকে টাকা ধার নিয়েছিল মেয়েটি। টাকা চাওয়ায় এই অভিযোগ করছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।