নাটোরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেলে শহরতলীর গুনারীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই এলাকার প্রয়াত গেদনা মিয়ার ছেলে শুকুর আলী (৩৩) ও তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে আমির হামজা শুভ (১৪)।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, অটোরিকশা চালক শুকুর আলী বাড়ি ফিরে বিদ্যুতের সুইচে চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাটি তার স্কুলপড়ুয়া ছেলে শুভ দেখতে পেয়ে বাবাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এ সময় মেইন সুইচ অফ করে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।