নাটোরের বড়াইগ্রামে কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক বাবু (১৯) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। নিহত তারেক ম্যাকসন সিকিউরিটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর জেলার মাগুরা গ্রামের আজাদ আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার বনপাড়া এলাকায় বনলতা রিফ্যাক্টরি নামে একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সহকর্মী শাহাব উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ফ্যাক্টরির উত্তর পাশের বৈদ্যুতিক লাইনের নেগেটিভ তারে একটি কবুতর বসে থাকতে দেখে খুঁটি বেয়ে উপরে ওঠে তারেক। এসময় ৩৩ হাজার ভোল্টেজের ওই লাইনের কাছাকাছি যেতেই তিনি বিদ্যুতায়িত হয়ে বিকট শব্দে নিচে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।