বাগাতিপাড়া প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সেক্রেটারি ও ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক (৫৫) মঙ্গলবার রাত ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এর আগে গত ১৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় স্বজনরা তাঁকে হাসপাতালে ভর্তি করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণ গ্রাহী রেখে যান। তাঁর অকাল মৃত্যুতে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোশাররফ হোসেন এবং থানা বিএনপির সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান শোক প্রকাশ করেন।
বুধবার বিকেলে সাড়ে চার ঘটিকায় জানাজা শেষে সামাজিক গোরস্তানে মরহুমের দাফন সম্পূর্ণ হয়।