বাগাতিপাড়া প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ার গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক প্রথম পর্যায়ের ৩৭ টি প্রকল্পের সভাপতিদের হাতে মোট ১৯ লক্ষ ৮২ হাজার ৬ শত ৬৬ টাকার বিল প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলা পরিষদ জিমনেসিয়াম হল রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে টিআর এর বিল প্রদান করা হয়। বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে টিআর এর বিল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
টিআর এর বরাদ্দ প্রসঙ্গে সাংসদ বকুল তাঁর বক্তব্যে বলেন, আজ টিআর এর যে বরাদ্দ আপনাদের দেয়া হচ্ছে, এই বরাদ্দের মাধ্যমে আপনাদের এলাকার প্রতিটি মসজিদ, মন্দির, গীর্জা, শ্মশান, কবরস্থান, ঈদগাহসহ সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো সবসময় অবহেলিত, সেগুলোর উন্নয়ন হবে। বকুল আরও বলেন, সরকার যায় সরকার আসে, এমপি যায় এমপি আসে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর কোন মান উন্নয়ন হয়না। এসমস্ত সকল প্রতিষ্ঠানকে আমরা সুন্দর করে সাজাতে চাই, গড়ে তুলতে চাই।
এসময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম ঠান্টু, বাগাতিপাড়া প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান ও কার্য-সহকারী প্রকল্প কর্মকর্তা সেলিম রেজা, বাগাতিপাড়া পাঁকা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান নয়েজ মাহমুদ, যুবলীগের সভাপতি নাসিম মাহামুদ নসু, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।